73088_boy

‘ইন্সপিরেশনাল বয়’ আর নেই

বিডি রিপোর্ট 24 ডটকম : মাত্র ছয় বছরের একটি ছেলের জন্য বিশ্বের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ব্রাডলি লোরি নামের শিশুটি। ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের সমর্থক ছিলো সে। কিন্তু তার মৃত্যূতে সব ক্লাবের পক্ষ থেকেই আনুষ্ঠানিক শোক জানানো হয়েছে। শোক জানিয়েছে ফিফাও। সবার কাছে সে ছিল অনুপ্রেরণার প্রতীক (ইন্সপিরেশনাল বয়)। গত মৌসুমে সান্ডারল্যান্ডের প্রায় প্রতিটি খেলায় ব্রাডলিকে মাঠে দেখা গেছে মাসকট হিসেবে। তার হাসি সকলকে মুগ্ধ করেছে, অদৃশ্য এক বাঁধনে সবাইকে আপন করে নিয়েছিল। নিওরোব্লাস্টোমা নামের জটিল এক রোগে আক্রান্ত ছিল সে।